Welcome to National Portal
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সর্বশেষ খবর

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তির অর্থ ছাড় করা হয়েছে, শিক্ষার্থী/অভিভাবকের একাউন্টে পর্যায়ক্রমে প্রেরণ করা হবে।   মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার অর্থ ছাড় করা হয়েছে, শিক্ষার্থী/অভিভাবকের একাউন্টে পর্যায়ক্রমে প্রেরণ করা হবে।    জরুরি তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের নতুন ফরম আপলোড না করা পর্যন্ত পুরাতন ফরমে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।    চিকিৎসা অনুদানের জুলাই-আগস্ট ২০২৫ প্রান্তের আবেদন অনলাইনে চলমান। আবেদন করতে এখানে ক্লিক করুন।          স্নাতক উপবৃত্তি, ভর্তি সহায়তা, চিকিৎসা অনুদান, জরুরি আর্থিক সহায়তা ও পিএইচ.ডি. ফেলোশিপ এর  আবেদন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ০২-৫৫০০০৪২৮  নম্বরে এবং  ad.stipend@pmeat.gov.bd -মেইলে যোগাযোগ করুন।       ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি সংক্রান্ত যে কোন সমস্যার জন্য hsp@pmeat.gov.bd এবং mis.hsp@pmeat.gov.bd - এই দুটি  -মেইল এবং ০১৩১৬৬৫৮২৩০, ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরগুলোতে যোগাযোগ করুন।